Sristy School
Play group to class Ten
Lalbagh Branch: 269 J. N Saha Road, Lalbagh, Dhaka (Near Rahmatulla Girls School) 01726990694
Kamrangirchar Branch: S-1, Sata Mosjid Road, Ashrafabad, Kamrangirchar, Dhaka 01911367368
স্কুলে ভর্তি, বেতন, ড্রেস, জরিমানা, খেলাধূলা, শৃঙ্খলা, শিক্ষার মান, শিক্ষা ব্যবস্থা ইত্যাদিসহ যে কোন সমস্যার জন্য সরসরি অধ্যক্ষের সাথে যোগাযোগ করুন। এই ওয়েব পেজের উপরের অংশে যে মোবাইল নম্বর দেয়া আছে তা অধ্যক্ষ সরাসরি তত্ত্বাবধান করেন। তাই উক্ত নম্বরে ফোন করে অথবা সরাসরি দেখা করে সেবা নিতে পারবেন।
মৌলিক আদর্শ :
মিথ্যা, কুসংস্কার, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে জর্জরিত বাংলাদেশ। এগুলো দূর করার লক্ষ্যে দরকার শিক্ষিত ও আদর্শ মানুষ। আর এ লক্ষ্য অর্জনের জন্য আমাদের স্কুলের পদযাত্রা।
উদ্দেশ্য:
কর্মমূখী শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানব সম্পদ এবং শিক্ষার বুনিয়াদ থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্র তৈরি করা। ধর্মীয় মূল্যবোধ, উন্নত ও আধুনিক চিন্তা-চেতনায় সমৃদ্ধ যুযোপযোগী মানুষ তৈরি করা।
ল্যাবরেটরি:
ব্যবহারিক শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থায় একটি অপরিহার্য অঙ্গ। আর এ লক্ষ্যে আমাদের স্কুল কম্পিউটার ল্যাবসহ প্রয়োজনীয় ল্যাবরেটরির ব্যবস্থা চালু করেছে।
রোভার স্কাউট:
স্কুলে রোভার স্কাউটের শাখা থাকবে। এ শাখার দায়িত্বে থাকবে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে এবং জাতীয় পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচীতে স্কাউট দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ধর্মীয় মূল্যবোধ:
স্কুলের পাঠ্যসূচীতে ইসলাম শিক্ষার পাশাপাশি প্রতিটি মুসলমান শিক্ষার্থী যাতে সহীশুদ্ধভাবে কোরআন পড়তে পারে এবং প্রয়োজনীয় দুআ, মাসায়েল শিখতে পারে এই জন্য কওমী মাদ্রাসা থেকে ডিগ্রী প্রাপ্ত মুয়াল্লিম দ্বারা শিক্ষাদানের ব্যবস্থা।
শিক্ষার্থী কাউন্সিল:
শিক্ষার্থীদের শারীরিক উন্নয়ন, সুপ্ত প্রতিভা বিকাশ সাধন এবং তাদের মধ্যে আদর্শ গুণাবলী উজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন প্রকার সহায়ক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ কার্যক্রম পরিচালিত হবে শিক্ষার্থী কাউন্সিল দ্বারা, তবে তাদের দিক নির্দেশনা দেয়ার জন্য ৬ জন শিক্ষক নিযুক্ত থাকবে। উক্ত কাউন্সিলে মোট ৬টি বিভাগ থাকবে। যথা: (১) নবীন বরণ ও বিদায় সংবর্ধনা, (২) সাহিত্য ও সংস্কৃতি, (৩) ম্যাগাজিন ও প্রকাশনা, (৪) সমাজ কল্যাণ, (৫) ধর্মীয়, (৬) ক্রীড়া বিভাগ
ক্লাব কার্যক্রম:
শিক্ষার আন্তশক্তি শিক্ষার্থীদের মাঝে যাতে জন্ম দেয় মনুষ্যত্বের এবং গড়ে উঠে আলোকিত মানুষ, সেই লক্ষ্যে ক্লাব কার্যক্রম আবর্তিত। আর তাই সহ শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে থাকবে তিনটি ক্লাব। এগুলো হলো: (১) সৃষ্টি ল্যাংগুয়েজ ক্লাব, (২) সৃষ্টি এডুকেশনাল ক্লাব, (৩) সৃষ্টি ডিবেটিং এ- কালচারাল ক্লাব।
পাঠদান ব্যবস্থাপনা:
দক্ষ, অভিজ্ঞ ও বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও মাস্টার্স ডিগ্রী প্রাপ্তদের দ্বারা শিক্ষাদান।
শিক্ষার্থীদের পাঠদান বোধগম্য করার লক্ষ্যে প্রতি সেকশনে ২০ জন শিক্ষার্থী নিয়ে সেকশন গঠন।
শ্রেণিতে পড়া সম্পন্ন করা হয় বিধায় নূন্যতম মেধাবী শিক্ষার্থীদের প্রাইভেট টিউটরের প্রয়োজন পড়ে না।
একজন গাইড শিক্ষক বা শিক্ষিকার অধীনে ২০ জন শিক্ষার্থীকে সার্বক্ষণিক তত্ত্বাবধান করার ব্যবস্থা।
পার্বিক ও টিউটোরিয়াল পরীক্ষার পাশাপাশি নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা ও ক্লাস টেস্টের ব্যবস্থা।
শিক্ষকগণের শিক্ষা প্রদানের দক্ষতা মুল্যায়নের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত গ্রহণ।
পরীক্ষা পদ্ধতি ও ফলাফল মূল্যায়ন
প্রতি সেশন তিনটি পর্বে বিভক্ত করে পরীক্ষা গ্রহণ এবং পার্বিক পরীক্ষার পূর্বে ১টি টিউটোরিয়াল পরীক্ষা
টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস পার্বিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভূক্ত, যা সিলেবাসের বিস্তারিত দেওয়া থাকবে।
প্রতিটি টিউটোরিয়াল পরীক্ষার নম্বর হবে পার্বিক পরীক্ষার ৫০%
অ্যাসাইনমেন্ট প্রদান এবং অ্যাসাইমেন্টের উপর নম্বর প্রদান যা পরীক্ষার ফলাফলের অন্তর্ভূক্ত হবে।
বর্তমানে প্রচালিত বোর্ড কর্তৃক নির্ধারিত গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষার খাতা মূল্যায়ন।
প্রতিটি টিউটোরিয়াল পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে পার্বিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
পরবর্তী ক্লাসে উত্তীর্ণের ক্ষেত্রে তিনটি পার্বিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বর যোগ করে গ্রেডিং পয়েন্ট অনুযায়ী মেধানুসারে স্থান বিবেচনা করা হবে।
ক্লাস উপস্থিত
৮০% ক্লাসে উপস্থিত থাকতে হবে। বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে দৈনিক ৫ টাকা জরিমানা দিতে হবে।
বিনা অনুমতিতে পর পর ৩ দিন অনুপস্থিত থাকলে পরবর্তী ক্লাসে অভিভাবকসহ উপস্থিত হতে হবে।
কোন শিক্ষার্থী অসুস্থ হলে অনতিবিলম্বে কর্তৃপক্ষের নিকট জানাতে হবে অন্যথায় জরিমানা ধরা হবে।
আচার-আচরণ
শিক্ষার্থীর আচরণ হতে হবে নম্র, ভদ্র, বিনয়ী, শালীন ও সাজসজ্জা অবশ্যক শিক্ষার্থী সুলভ হতে হবে ।
স্কুলের কর্তৃপক্ষের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
ক্লাস চলাকালীন সময়ে অথবা ছুটির আগে কোন শিক্ষার্থী স্কুলের ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না।
শিক্ষার্থীর শিক্ষা সরঞ্জাম ব্যতীত অন্য কোন জিনিস (মোবাইল, স্বর্ণ ইত্যাদি) সঙ্গে আনতে পারবে না।
মেধা বৃত্তি
ষষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত
পোশাক পরিচ্ছেদ
ছেলেদের আকাশী হাফ শার্ট, কালো রং এর ফূল প্যান্ট, সাদা মোজা, সাদা কেডস, কালো রংয়ের বেল্ট।
তৃতীয় থেকে দশম: আকাশী কামিজ, কালো সেলোয়ার, আকাশী ওড়না, সাদা মোজা ও সাদা কেড্স
কোন ছাত্রী বোরকা পরিধান করতে চাইলে, আকাশী রং এবং এর ডিজাইন প্রতিষ্ঠানের নিয়মে হতে হবে।
শীতকালে ছেলে-মেয়ে উভয়ের নীল ফুল সুয়েটার।
ক্লাসের সময়সূচি
প্লে গ্রুপ ও নার্সারী কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণি তৃতীয় থেকে দশম শ্রেণি
৮:০০ থেকে ৯:৪৫ ৮:০০ থেকে ১০:৪৫ ১০:০০ থেকে ২:০০